০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম গাজা অবরোধ ও ধ্বংস নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভ বাড়তে থাকায় প্রপাগান্ডা ছড়ানোর জন্য প্রযুক্তি জায়ান্ট গুগলকে ৪৫ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে ইসরায়েল। ড্রপ সাইট নিউজ-এর একটি তদন্তে এ সপ্তাহের শুরুতে এই তথ্য উঠে এসেছে। মিডিয়া আউটলেটটি বলেছে, চলতি বছরের ২ মার্চ ইসরায়েলি সরকার গাজা উপত্যকায় খাদ্য, ওষুধ, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রবেশের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করার কয়েক ঘন্টা পরেই ইসরায়েলি নেসেটে জনসংযোগ (পিআর) প্রচারণা নিয়ে আলোচনা শুরু হয়। নেসেট সদস্যরা এই অবরোধের ফলে বিশ্বের কাছে ইসরায়েলের ভাবমূর্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, তবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের দুর্দশা নিয়ে নয়। এরপর থেকে, ১৩১ শিশুসহ গাজার অন্তত ৩৬৭ জন বাসিন্দা অনাহারে মারা গেছেন। ইসরায়েলি সরকার জুনের শেষ দিকে গুগলের...