বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স। ইউক্রেনের বিপক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে ২-০ গোলে জেতা ম্যাচে গোল পেয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এক গোলে এমবাপ্পে ছুঁয়েছেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরির পাশে। জাতীয় দলের জার্সিতে অঁরি-এমবাপ্পে দুজনের গোলসংখ্যা এখন সমান ৫১টি। ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপ্পে আছেন যৌথভাবে দ্বিতীয় স্থানে। অঁরি খেলা ছেড়েছেন বহু আগে। কোনো অঘটন না ঘটলে অনায়াসে বলা যায়, এমবাপ্পে ছাড়িয়ে যাবেন তাকে। সামনে আছে কেবল অলিভিয়ের জিরু। ৫৭ গোল নিয়ে ফরাসিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জিরু। তবে, অবসর নিয়েছেন তিনিও। ২৬ বছর বয়সী এমবাপ্পের চোখ এখন জিরুর রেকর্ডে। ম্যাচ শেষে এমবাপ্পে জানিয়েছেন সেই কথা। সবাইকে ছাড়িয়ে যেতে চান তিনি। এর আগে অঁরিকে ছুঁয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড। এমবাপ্পে...