ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে এখনও ‘খুব ইতিবাচক’ সম্পর্ক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার চীনের কাছে ‘ভারতকে হারিয়ে" ফেলার বিষয়ে করা মন্তব্য থেকে সরে এসে সবসময় ভারতের বন্ধু হয়ে থাকার কথা জানানোর পর আজ শনিবার (৬ সেপ্টেম্বর) এ কথা বলেন মোদি। যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্য আমদানির ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পর ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে শীতলতা তৈরি হয়। নয়াদিল্লির বিরুদ্ধে রাশিয়ার তেল কিনে ইউক্রেনে মস্কোর ভয়াবহ হামলায় ইন্ধন জোগানোর অভিযোগ ওয়াশিংটনের। তবে ট্রাম্প ও মোদি উভয়েই ডানপন্থি জনপ্রিয় নেতা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই তাদের মধ্যে বন্ধন দৃঢ় ছিল। আজ নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। ভারত-যুক্তরাষ্ট্র খুবই ইতিবাচক, দূরদর্শী...