ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গাজা সিটির বাসিন্দা ফিলিস্তিনিদের নগরীটি ছেড়ে দক্ষিণে চলে যাওয়া উচিত। এমন এক সময়ে দেশটির সামরিক বাহিনী এ মন্তব্য করেছে যখন তাদের বাহিনীগুলো গাজা ভূখণ্ডের বৃহত্তম শহরটির আরও গভীরে ঢুকে পড়ছে, জানিয়েছে রয়টার্স। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শহরটি দখলে নেওয়ার জন্য সামরিক বাহিনীকে আদেশ দিয়েছেন। তারপর থেকে কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলীয় নগরীটির শহরতলীগুলোতে আক্রমণ চালাচ্ছে। নেতানিয়াহু বলেছেন, গাজা নগরী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ঘাঁটি, তাদের পরাজিত করতে হলে এটি দখল করা দরকার। যুদ্ধ শুরুর আগে গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় অর্ধেক এ শহরটিতে বসবাস করতো। তারপর থেকে দুই বছরে ধরে চলা যুদ্ধে বহু ফিলিস্তিনি শহরটি ছাড়তে বাধ্য হয়েছেন। এখন যে কয়েক লাখ বাসিন্দা শহরটি আকড়ে পড়ে আছেন, তারা নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায়...