জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও ২১টি হল নির্বাচনে আট দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য-২৪ স্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান ইশতেহারটি ঘোষণা করেন। প্রচার-প্রচারণার ৯ম দিনে ইশতেহারটি প্রকাশ করেন তারা। এ সময় প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী, পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদউল ইসলাম, নারী যুগ্ম-সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনজুমান আরা ইকরাসহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। ইশতেহারের আট দফা হলো- ১.আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা; ২. শিক্ষাবান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস; ৩. পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ; ৪. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা; ৫. মানসম্মত স্বাস্থ্যসেবা; ৬. সুসমন্বিত পরিবহণ ব্যবস্থাপনা; ৭. ক্রীড়াচর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য; ৮....