০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন "দেশের সর্বত্রই এখন চলছে চাঁদাবাজি। একজন পানের দোকানী ও নির্বিঘ্নে ব্যবসা করতে পারছে না। সব জায়গায় চাঁদাবাজ, টেন্ডারবাজী ও আধিপত্যের দৌরাত্ম এবং শক্তি প্রয়োগের ফলে স্বাধীনভাবে মানুষ কাজ করতে পারছে না। এই অবস্থায় একটা নির্বাচন হবে! এই জন্য কি মানুষগুলো জীবন দিয়েছেন?" শনিবার (৬ সেপ্টেম্বর) শেরপুর ২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর নিজস্ব অফিসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 'আমরা এমপি হওয়ার জন্য রাজনীতি করি না। আমাদের এসবের লোভ নেই। ইসলামী আন্দোলন দেশ জনগণ ও ইসলামের কল্যাণে রাজনীতি করে।' সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে একটি বাক্স...