মালয়েশিয়ায় মেয়াদ উত্তীর্ণের পর অবস্থানকারী বিদেশিদের জন্য নতুন নীতিমালা চালু করতে যাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। নতুন নিয়মে মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য জরিমানার বিধান চালু করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে এই নীতি কার্যকর হবে।নতুন নিয়মে ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় থাকা বিদেশিদের বিরুদ্ধে সরাসরি কম্পাউন্ড নোটিশ জারি করা হবে। এতে আদালত ও দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার ঝামেলা এড়ানো সম্ভব হবে। ফলে দ্রুত মামলা নিষ্পত্তি ও অবৈধ অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, ‘আগে প্রতিটি ওভারস্টে মামলার জন্য আলাদা তদন্ত কাগজপত্র তৈরি করে আদালতে পাঠাতে হতো। এতে সময় লাগত প্রায় দুই সপ্তাহ। এখন নির্দিষ্ট সময়সীমার মধ্যে থাকা অবৈধ অবস্থানকারীদের সরাসরি জরিমানা দিয়েই সমাধান করা যাবে।’স্থানীয় সংবাদমাধ্যম দি স্টার অনলাইনের তথ্য অনুযায়ী, নতুন...