০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন এক ব্যক্তির শাসন ব্যবস্থা বাংলাদেশের আর চলবে না। শনিবার দুপুরে লক্ষ্মীপুর রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমি মাঠে রায়পুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ্যানি বলেন, এক দলীয় এবং এক ব্যক্তির শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ এবং স্বৈরাচারী মনোভাব মানসিকতায় বাংলাদেশের শাসন ব্যবস্থায় যে অবস্থান টুকু তৈরি হয়েছে। সাধারণ মানুষের স্বাভাবিক রাজনীতি, চলাফেরা ও জীবনযাপন করা যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে। এটা আর চলতে দেওয়া যায় না। দেশ ও জনগণের সেই অবস্থার কথা চিন্তা করেই বিএনপি প্রথমে ২৭ দফা পরে ৩১ দফা নিয়ে মাঠে নেমেছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাহিরে থাকলেও বিগত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। দেশে একটি নতুন...