জাতীয় পার্টির অফিসে হামলার সঙ্গে গণঅধিকার পরিষদের জড়িত থাকার অভিযোগ নাকচ করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দলের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে একথা বলেন তিনি। রাশেদ খান বলেন, ‘কে বা কারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে, এর প্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব—আওয়ামী দোসর—বলছেন, এই ঘটনার সঙ্গে নাকি গণঅধিকার পরিষদ জড়িত।’ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জানান, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি করার স্পর্ধা দেখিয়েছেন। তাকে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এসময়, নুরের চিকিৎসা প্রসঙ্গে রাশেদ খান বলেন, সরকার বিদেশে নেওয়ার আশ্বাস দিলেও একটি মহল...