বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, স্রষ্টার সঙ্গে সৃষ্টির যে সম্পর্ক আল্লাহর সঙ্গে আমার সেই সম্পর্ক। তৌহিদি জনতা হোক আর যেই হোক আর যদি মাজার ভাঙে তাহলে খবর আছে। এ দেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে। সুন্নিরা এ দেশের রাস্তায় নামবে। সুন্নি ১২ আনা মুসলমান, ওহাবিরা না। সুন্নিরা হলো ঈমানে ইসলাম এবং কলবের মধ্যে ইসলাম। সরকারকে হুঁশিয়ার করছি, আর যদি মাজার ভাঙে খবর আছে বলে দিলাম।শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে জশনে জুলুস শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুতুবশাহী মসজিদ প্রাঙ্গণে গিয়ে দোয়া ও মিলাদের মাধ্যমে শেষ হয়। পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।ফজলুর রহমান বলেছেন, ৫ আগস্টের পরে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সুফিবাদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে, যে সুফিবাদের মাধ্যমে এ দেশে...