শ্রীনগর(মুন্সিগঞ্জ)প্রতিনিধিঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৩৭:২৪ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মুন্সিগঞ্জ:শ্রীনগরে র্যাবের অভিযানে ২টি বিদেশী পিস্তল, গুলি, মাদকসহ ৩ জন গ্রেফতার হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ভাগ্যকুলের আল-আমিন বাজার এলাকা থেকে র্যাব-সদস্যরা ওই ৩ জনকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেন পার্শ্ববর্তী লৌহজং উপজেলার মাওয়া পুরাতন ঘাট এলাকার সেকান্দোর হোসেন আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন ওরফে আলামিন (৪০), একই উপজেলার কুমারভোগ এলাকার শাহ আলমের ছেলে দেলোয়ার হোসেন দেলু (৪০) ও শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকার মাগঢালের আজাহার দেওয়ানের ছেলের শওকত আকবর (২৮)।এদিন বিকালে র্যাব-১০’র সিনিয়র সহকারী পরিচালক, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সিপিসি-২, মো. আনোয়ার হোসেন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে জাহাঙ্গীর হোসেন ওরফে আলামিন...