পদ স্থগিত হওয়া বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া কোনো মুসলমানের কাজ হতে পারে না। যারা এ কাজ করেছে, তারা ইসলামের শত্রু। আমি ধর্মপ্রাণ মুসলমানদের বলব, এ ধরনের জঘন্য কাজের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলুন।’ আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুসের (মিছিল) পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জুলুসটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কুতুবশাহী মসজিদ প্রাঙ্গণে গিয়ে দোয়া ও মিলাদের মাধ্যমে শেষ হয়। ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিএনপির পক্ষ থেকে তার সব দলীয় পদ ও পদবি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এই...