‘নেপাল, নেপাল’ শ্লোগানে গ্যালারি মুখরিত করে রাখল সমর্থকরা। নিজেদের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেললেন অঞ্জন-অনন্তরাও। প্রথমার্ধে অধিকাংশ সময় খেলা হলো বাংলাদেশের অর্ধে। মাঝে মধ্যে একটু-আধটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেন জামাল-রাকিবরা, কিন্তু মরিয়াভাব ফুটে উঠল না কারো মধ্যে। তারপরও, ড্রয়ের স্বস্তি অন্তত সঙ্গী হলো বাংলাদেশের। দশরথ স্টেডিয়ামে শনিবার প্রথম প্রীতি ম্যাচটি হয়েছে গোলশুন্য ড্র। আগামী মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ফের মুখোমুখি হবে তারা। সবশেষ ২০২২ সালে এই মাঠেই নেপালের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এ যাত্রায় হার এড়াতে পারল হাভিয়ের কাবরেরার দল। যদিও কিক অফের পর থেকে প্রতিপক্ষের চাপে হাসফাঁস অবস্থা হয় বাংলাদেশের। তবে তপু বর্মন, কাজী তারিক রায়হানরা সতর্ক থাকায় বিপদে পড়েনি দল। নবম মিনিটে প্রথম পাল্টা আক্রমণ শানায় বাংলাদেশ, কিন্তু সুমন রেজা জালে বল জড়ালেও অফসাইডের কারণে হয়নি...