ভারতের পশ্চিমবঙ্গের প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে একাধিক সিনেমা বানিয়েছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। দেশের গণ্ডি ছাড়িয়ে বাইরের দর্শকদের কাছে যেসব কাজ নন্দিত হয়েছে। সেই নির্মাতার আক্ষেপ, উত্তম কুমারকে নিয়ে কাজ করার কোনো সুযোগ তার ভাগ্যে জোটেনি। যদি সুযোগ হত তাহলে শিবপ্রসাদ মহানায়ককে নিয়ে ‘প্রাক্তন’ সিনেমার সিকুয়েল বানাতেন; এছাড়া উত্তম-সাবিত্রী জুটি নিয়েও কাজ করতেন বলে জানিয়েছেন শিবপ্রসাদ। ‘‘সংবাদ প্রতিদিনকে’ শিবপ্রসাদ বলেন, “আজও তিনিই সেরা। পরিচালক-প্রযোজক হিসেবে যদি কোনো দিন তার সান্নিধ্য পেতাম কিংবা কাস্ট করার সুযোগ পেতাম, তাহলে উত্তম কুমারকে নিয়ে ‘প্রাক্তন ২’ তৈরি করতাম। “সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি, কিন্তু উত্তম কুমারের সঙ্গে কাজ না করার আক্ষেপটা আমার সারাজীবন রয়ে যাবে। প্রথমত, মহানায়ক, একজন মহান অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। একজন লেজেন্ডের সঙ্গে কাজ করতে পারিনি। আর দ্বিতীয়ত, কাজ...