জাতীয় পার্টির অফিসে হামলা করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, “আমাদের পার্টি অফিসে বারবার হামলা ও অগ্নিসংযোগ করা কেবল একটি রাজনৈতিক দলের ওপর আক্রমণ নয় বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক সহনশীলতা এবং আইনের শাসনের ওপর নগ্ন আঘাত। এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে।”আরো পড়ুন:জাতীয় পার্টির জনপ্রিয়তা ঠেকাতে ষড়যন্ত্র চলছে: মোস্তফাহামলার জন্য গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: জাপা মহাসচিব জাতীয় পার্টির জনপ্রিয়তা ঠেকাতে ষড়যন্ত্র চলছে: মোস্তফা হামলার জন্য গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: জাপা মহাসচিব পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী গুলশানে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা রক্ষায়...