জীবনের ৭২তম বসন্ত স্পর্শ করলেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। ‘গানের পাখি’ এবং ‘প্লে-ব্যাক সম্রাজ্ঞী’ খ্যাত নন্দিত তারকার দীর্ঘ ও বর্ণাঢ্য সংগীতজীবন উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানটির আয়োজন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বরেণ্য এই শিল্পীকে সম্মাননা প্রদান করা হবে। এ ছাড়া এদিন থাকছে শিল্পীর একক সংগীতানুষ্ঠান ‘শুধু গান গেয়ে পরিচয়’। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে কালজয়ী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শিল্পীকে সম্মাননা প্রদান করবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।...