৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ বিসিএসে অংশ নিতে তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসব প্রার্থীর প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে প্রবেশপত্র ডাউনলোড শুরুর বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) প্রবেশপত্র ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকেপিএসসির ওয়েবসাইটথেকে ডাউনলোড করা যাচ্ছে। প্রিলি পরীক্ষার ২৪ ঘণ্টা আগ পর্যন্ত এ প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি...