ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের গৌরবময় ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে ‘ঢাকা কলেজ অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’। শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা কলেজ মিলনায়তনে আয়োজিত হয় বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান, যেখানে দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে পান প্রিয় ক্যাম্পাসের আবহ। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মনিরুজ্জামান স্বাধীন, সহ-সভাপতি সাংবাদিক মোস্তফা মল্লিক, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সবুজ, কোষাধক্ষ কামরুজ্জামান আকন্দ কাইয়ুমসহ অন্যরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার। অনলাইনে যুক্ত থেকে অনলাইনে বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস। অন্যদের মধ্যে বিভাগীয় প্রধান অধ্যাপক রাজিয়া মাহবুবা আক্তার, প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মমতাজ বেগম, অধ্যাপক রোকসানা আলম কাদরী, অধ্যাপক আঞ্জুমানআরা বেগম বক্তৃতা করেন। অনুষ্ঠানে বর্তমান ও সাবেক বিভাগীয় প্রধানসহ প্রথম ব্যাচ...