অ্যাপলের সিইও টিম কুক গত মাসে একটি থার্মাল ক্যামেরা ইমেজ স্টাইলের লোগো দিয়ে ইভেন্টের ইঙ্গিত দিয়েছিলেন। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা করছেন, ডিভাইসটিতে থার্মাল ক্যামেরা অথবা নতুন ধরনের কুলিং সিস্টেম থাকতে পারে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৭ হতে পারে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় ডিজাইন আপডেট। বিশেষ করে আইফোন ১৭ এয়ার হতে পারে এই সিরিজের নতুন চমক, যার ডিজাইন ম্যাকবুক এয়ার এবং আইপ্যাড এয়ার থেকে অনুপ্রাণিত। পুরুত্ব মাত্র ৫ দশমিক ৫ মিমি, যা সাম্প্রতিক স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ থেকেও পাতলা থাকছে এ১৯ চিপসেট, ইউএসবি-সি পোর্ট, প্রোমোশোন ডিসপ্লে। ৬ দশমিক ৬ ইঞ্চি স্ক্রিনআইফোন ১৭ প্রো মডেলে উন্নত ক্যামেরা ফিচার থাকতে পারে, যেমন: কম আলোতে ভালো পারফর্মেন্স এবং উচ্চ মানের জুম। রিপোর্ট অনুযায়ী, এবারের আইফোন ১৭ সিরিজে আসতে পারে দুইটি নতুন রঙ, সবুজ...