নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে জিততে পারেনি বাংলাদেশ। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লাল-সবুজের দল। হামজা চৌধুরী, সামিত সোম এবং ফাহমিদুলদের ছাড়া নিজের দেখাশোনাটাও বেশ ভালো হয়েছে কোচ হাভিয়ের ক্যাবরেরার। দুই দলই ম্যাচে স্পষ্ট কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম আক্রমণ করে নেপাল, যদিও সেটি দুর্বল ছিল। ম্যাচের প্রথম কর্নার আসে নবম মিনিটে এবং সেটি আদায় করে নেয় বাংলাদেশ। সেই কর্নার থেকে বাংলাদেশের সুমন রেজা বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল হয়নি। এরপর আরও দুটি আক্রমণ করলেও খুব একটা সুবিধা আদায় করতে পারেনি বাংলাদেশ। দীর্ঘদিন পর মাঠে নেমে খোলস ছাড়াতে কিছুটা সময় লেগেছে বাংলাদেশের। সময় গড়ানোর সাথে সাথে রাকিব হোসেন বা সুমন রেজাদের আক্রমণের ধার বাড়তে থাকে। রাইট উইং দিয়ে বেশ ভালো...