শনিবার সকালে রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মাওলানা শাহসূফি সৈয়দ মুহাম্মদ এমদাদুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মদ মাইনুল ইসলাম জুনায়েদ, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ মোস্তফা কামাল, আলহাজ্ব শহিদুল ইসলাম বাবুল, হাজী সেলিম আহমেদ সালেম প্রমুখ। কাদের গনি চৌধুরী বলেন, মহান আল্লাহ বিশ্বমানবতার মুক্তি ও কল্যাণের জন্য সর্বশেষ নবী হিসেবে হযরত মুহাম্মদ (সা.)-কে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তার আগমনে গোটা বিশ্ব আনন্দে উদ্ভাসিত হয়েছিল, মানবজাতি ফিরে এসেছিল মুক্তির পথে। তিনি বলেন, তাওহিদের অমিয় বাণী ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ জগৎময় ছড়িয়ে পড়ে। মিথ্যা উপাস্যদের বিদায় দিয়ে মানবজাতি ফিরে আসে এক আল্লাহর ইবাদতে। আজকের বিশ্ববাসীর শান্তি ও কল্যাণও নিহিত রয়েছে নবীজি (সা.)-র সুমহান আদর্শে।...