০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে মানিকগঞ্জে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বাড়াইভিকরা এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষ্ণপুর ইউনিয়ন এলাকাবাসী এই মতবিনিময় সভার আয়োজন করেন। স্থানীয় মুরুব্বী আওলাদ হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসেন। এ সময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ সালাউদ্দিন, কেন্দ্রীয় ইসলামী যুব মজলিসের সভাপতি জাহিদুল ইসলাম তুহিন, খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা নুরুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক মুফতি আবু বকর বিন আইয়ুবসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। সভায় মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় ইসলামী যুব মজলিসের সভাপতি জাহিদুল ইসলাম তুহিন...