০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পিএম মর্মান্তিক, বন্ধুদের সঙ্গে সমুদ্রে সার্ফিংয়ের আনন্দ যে জীবন কেড়ে নেবে তা আন্দাজই করতে পারেননি অভিজ্ঞ সার্ফার। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ ও উদ্ধারকারীরা জানিয়েছেন সিডনির সমুদ্র সৈকতে একটি বড় হাঙর-এর কামড়ে এক সার্ফারের মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, লং রিফ সমুদ্র সৈকত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাঙরের আক্রমণে ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনা নিয়ে পুলিশের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “একটি সার্ফবোর্ডের দুটি অংশ উদ্ধার করা হয়েছে এবং পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।” শনিবারে ভয়ানক এই ঘটনার ফলে নর্দার্ন সৈকত নামে পরিচিত জনপ্রিয় এলাকায় বেশ কিছু যানবাহন বন্ধ রয়েছে। নিরাপত্তার স্বার্থে ওই সমুদ্র সৈকত বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে...