চলতি বছরের প্রথম ছয় মাসে বড় ধাক্কা লেগেছে ইসলামী ব্যাংকের মুনাফায়। গত জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে ব্যাংকটি মুনাফা করেছে ৬৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৫৭ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা ২৯০ কোটি টাকা বা ৮১ শতাংশ কমেছে। ব্যাংকটির অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের মুনাফা কমে যাওয়ার প্রধান কারণ বিনিয়োগের আয় বা সুদের চেয়ে আমানতের ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যাওয়া। অথচ এই ছয় মাসে ইসলামী ব্যাংকের বিনিয়োগ আয় আগের বছরের একই সময়ের চেয়ে ২৫২ কোটি টাকা বা প্রায় সোয়া ৪ শতাংশ বেড়েছে। গত জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে ব্যাংকটি ঋণ বা বিনিয়োগের সুদ বাবদ আয় করেছে ৬ হাজার ১৮৮ কোটি টাকা। গত...