ওই সভায় তিনি বলেন, আওয়ামী লীগের এমন সমর্থক যারা কোনো মামলা-মোকদ্দমায় জড়িত নয়, সহিংসতার অভিযোগ নেই এবং ক্লিন ইমেজের অধিকারী- তারা যদি জাতীয় পার্টিতে যোগ দেন এবং আমরা তাদের যোগ্য মনে করি, তাহলে তাদের মনোনয়ন দেওয়া হবে। প্রার্থী সংকট কাটিয়ে উঠতে এ পদক্ষেপ নেওয়া হবে।মোস্তাফিজার রহমান আরও বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে। তবে কোনো আসনে যদি নিজেদের প্রার্থীর তুলনায় বেশি শক্তিশালী, ক্লিন ইমেজধারী এবং সহিংসতার অভিযোগমুক্ত প্রার্থী পাওয়া যায়, তাহলে তাকেও মনোনয়ন দেওয়া হবে। ফরিদপুর, গোপালগঞ্জসহ যেসব জেলায় আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে, সেসব জায়গায় ক্লিন ইমেজের ব্যক্তিরা জাতীয় পার্টিতে যোগ দিলে তারাও মনোনয়ন পাবেন। মোস্তাফিজার রহমান আরও বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনেই...