নিজস্ব প্রতিবেদক : ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে ভারত ও আওয়ামী লীগের ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। এই পটভূমিতে, সম্প্রতি দিল্লিভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ’ আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনার নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। সেমিনারের ‘কনসেপ্ট নোট’-এ সরাসরি দাবি করা হয়েছে, চীন, পাকিস্তান ও বাংলাদেশের অভিন্ন স্বার্থ ভারতের জন্য হুমকিস্বরূপ। এতে বাংলাদেশের মৌলবাদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রয়োজনীয়তা, এবং আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়। সেমিনারে বাংলাদেশের পক্ষ থেকে চারজন আলোচিত ব্যক্তি অংশ নিচ্ছেন—জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, শিক্ষাবিদ ড. আবুল হাসনাত মিল্টন, জুলাই বিপ্লবের পর দেশত্যাগ করা সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ, এবং আন্তর্জাতিক আইনবিদ ব্যারিস্টার তানিয়া আমির। সমালোচকদের মতে,...