বাংলাদেশে ধর্মের নামে জীবিত কিংবা মৃত মানুষ পোড়ানোর ঘটনা এবারই নতুন নয়। ২০২০ সালের লালমনিরহাট হত্যাকাণ্ডের কথা স্মরণ করি। ৩০ অক্টোবর ২০২০, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের একটি মসজিদে ধর্ম অবমাননার অভিযোগ তুলে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে মারা হয়। বিবিসি বাংলার খবরে বলা হয়, জুয়েল ও তাঁর এক বন্ধু মসজিদে গেলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে মুসল্লিরা তাঁদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মারধর শুরু করেন। পরে প্রশাসন দুজনকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। কিন্তু বাইরে জড়ো হওয়া হাজারো মানুষ দরজা ভেঙে ভেতরে ঢুকে জুয়েলকে আবারও বেধড়ক পেটান। পরে তাঁর মরদেহ মহাসড়ক পর্যন্ত টেনে নিয়ে আগুন ধরিয়ে দেন। এবার বর্তমানে ফেরত আসি। ঘটনাস্থল গোয়ালন্দ, ৫ আগস্ট ২০২৫—জুমার নামাজের পর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ীর গোয়ালন্দে...