সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঢালা এলাকায় নদী পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এ সময় পরিচালিত ভ্যাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ জাল দিয়ে মাছ আহরণের অভিযোগে ৫ জেলেকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত) এর ধারা ৫ (১) অনুযায়ী তাদের এই কারাদণ্ড দেওয়া হয়। শনিবার ( ৬ সেপ্টেম্বর) মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নদী পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘সরকার দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। অবৈধ জাল ব্যবহার ও প্রজনন মৌসুমে মাছ আহরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।’ এ সময় তিনি স্থানীয় প্রশাসন...