নির্বাচন পেছানোর নানা ষড়যন্ত্রে কিছু ব্যক্তি ও গোষ্ঠী জড়াচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। আসিফ মাহমুদ বলেন, ‘যারা আগে ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, তারাই এখন নানা অজুহাতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এটা খুবই পরিস্কার যে, তারা চায়নি প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন হোক, তারা চেয়েছিল একটি পক্ষকে ফিরিয়ে এনে তথাকথিত ‘ইনক্লুসিভ’ নির্বাচন আয়োজন করতে। কিন্তু আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় তাদের মাথা এখন খারাপ হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘সরকার এখন তিনটি গুরুত্বপূর্ণ এজেন্ডা– সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক...