নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার তপনভাগ গ্রামের ইব্রাহিম মোল্যাকে (৩৮) ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের এই অভিযোগ এলাকায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি করে। এরপর রহস্য উদ্ধারে পুলিশ সক্রিয় হলে বেরিয়ে আসে আসল ঘটনা। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম। তিনি বলেন, ‘‘সদর উপজেলার আবদুর রহমান মোল্যার ছেলে ইব্রাহিম মোল্যাকে গত সোমবার ভোর রাতে তিনজন অজ্ঞাত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ঘটনা জানতে পেরে তদন্তে নামে ডিবি পুলিশসহ বিভিন্ন সংস্থা। এর মধ্যে পরিকল্পিতভাবে মানববন্ধন, প্রতিপক্ষের নামে মিথ্যা মামলা দায়ের এবং জিডি করার জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে ইব্রাহিম মোল্যার পরিবারের লোকজন। পরে তার স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে...