শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার এক রুদ্ধশ্বাস ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) মাত্র চার রানে হারিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান। চলমান ত্রিদেশীয় সিরিজে এটি তাদের টানা তৃতীয় জয়। তবে সবচেয়ে বড় বিষয়, এই জয় তাদেরকে পৌঁছে দিয়েছে এক বিশেষ রেকর্ডের কাতারে। এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে শারজাহ ভেন্যুতে আফগানিস্তানের টি–টোয়েন্টি জয় দাঁড়াল ২০-এ। যা বাংলাদেশের রেকর্ডের পরেই। বাংলাদেশের রয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সর্বোচ্চ ২৪ টি–টোয়েন্টি জয়ের কীর্তি।আরো পড়ুন:ইতিহাস গড়লেন ব্রিটজকে, ওয়ানডেতে রেকর্ডের পর রেকর্ডঅভিষেকেই দুঃস্বপ্ন, লজ্জার রেকর্ড গড়লেন ইংলিশ পেসার সনি বেকার অভিষেকেই দুঃস্বপ্ন, লজ্জার রেকর্ড গড়লেন ইংলিশ পেসার সনি বেকার আরব আমিরাতের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তান তোলে ২০ ওভারে ১৭০ রান, ৪ উইকেট হারিয়ে। অধিনায়ক ইব্রাহিম জাদরান সামনে থেকে নেতৃত্ব দিয়ে খেলেন ৪৮ রানের দারুণ ইনিংস...