জাতীয়পার্টিকার্যালয়েভাঙচুরওঅগ্নিকাণ্ডেরঘটনারসঙ্গেগণঅধিকারপরিষদকেজড়িতকরারঅভিযোগকে‘মিথ্যা’, ‘অসত্য’এবং‘বড়ধরনেরস্পর্ধা’বলেকঠোরপ্রতিক্রিয়াজানিয়েছেনসংগঠনেরসাধারণসম্পাদকমো.রাশেদখাঁন। তিনি বলেন, গণঅধিকার পরিষদ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, তাই এ ধরনের সহিংস কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। বরং এই ঘটনার মাধ্যমে সরকার এবং জাতীয় পার্টি আন্দোলনের গতিপথ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন সংবাদ সম্মেলনে বলেন, জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদকে দায়ী করে যে বক্তব্য দিয়েছেন, সেটি তার বড় ধরনের স্পর্ধা। আমরা স্পষ্ট করে জানাতে চাই- জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের সঙ্গে আমাদের সংগঠনের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। শাহবাগে আমরা শান্তিপূর্ণ সংহতি সমাবেশ করেছি।...