অক্টোবরের শুরুতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। সেই নির্বাচন পরিচালনার জন্য শনিবার (৬ সেপ্টেম্বর) তিন সদস্যের নির্বাচন কমিশনও গঠন করেছে বিসিবি। বর্তমানে বিসিবির সভাপতির দায়িত্বে থাকা সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল দিনকয়েক আগে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচনে অংশ নেবেন আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালও। বিসিবির নির্বাচনের সব আলো এখন এই দুজনের দিকেই।বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে উত্তাপ ছড়াতে শুরু করেছে। নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ার পর প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগের কথা জানিয়েছেন বর্তমানে বিসিবির সভাপতির দায়িত্বে থাকা টেস্ট ক্রিকেটে দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সেই আলোচনার রেশ না কাটতেই এবার বুলবুলকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।নির্বাচন করতে চাইলে বিসিবির সভাপতির পদ থেকে বুলবুলকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন...