চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মো. কামাল উদ্দিন বলেছেন, “বিএনপির কোনো নেতার সঙ্গে আমাদের বিরোধ নেই। আমরা সকলে মিলে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই এবং দেশটিকে সমৃদ্ধ করতে চাই। আমি শাহরাস্তিবাসীকে অনুরোধ করছি, সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকবেন, কেউ কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করবেন না। কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীকে আমরা আশ্রয় দেব না।” প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে উপজেলা পরিষদ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঠাকুর বাজার-মাজার রোডে গিয়ে শেষ হয়। এতে উপজেলা, পৌর ও ১০টি ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, জিয়া পরিষদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালির...