চট্টগ্রাম:ছয়দিন পর জ্ঞান ফিরেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের ছাত্র ইমতিয়াজ আহমেদ সায়েমের। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মেডিকেল বোর্ডের উপস্থিতিতে সায়েমর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। পার্কভিউ হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, সায়েমের শারীরিক অবস্থা পর্যালোচনায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে সায়েমের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। সে তার মা-বাবার সঙ্গে কথা বলেছে।বর্তমানে তার অবস্থা উন্নতির দিয়ে রয়েছে। আজকে তার সিটিস্ক্যান করা হয়েছে। সেটিও আগের চেয়ে ভালো আছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আরও ২৪ ঘণ্টা অবজারভেশন করা হবে এবং আগামীকাল বিকেলে আবার সিদ্ধান্ত নেবে যে আর কিছু করার আছে কি না। গত ৩০ আগস্ট রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট...