০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম আনসার প্রামাণিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. লুৎফর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাসেল উদ্দিন বাবু। শুক্রবার (৫ সেপ্টেম্বর) কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ হয়। দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলে। মোট ৭৮১ জন ভোটারের মধ্যে ছয়জন অনুপস্থিত ছিলেন। সভাপতি পদে গরুর গাড়ি প্রতীকে আনসার প্রামাণিক ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান ছাতা প্রতীকে পান ২২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মই প্রতীকে লুৎফর রহমান ৪২৩ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী এস এম শাতিল মাহামুদ মটরসাইকেল প্রতীকে ২৭০...