০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আবারও সক্রিয় হলো মলমপার্টি। উপজেলার ছেংগারচর বাজারে প্রকাশ্যে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনতার সহযোগিতায় মলমপার্টির এক সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (০৬ সেপ্টেম্বর২০২৫) বিকাল সাড়ে ৫টার দিকে ছেংগারচর বাজার ফলের বাজারের সামনে ঘটনাটি ঘটেছে। সাদুল্যাপুর কবির মেম্বার বাড়ির মৃত ইউসুফ প্রধান মুসলিম মিয়া (৫৪), তিনি অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে পাঁচজন মলমপার্টির সদস্য বেলতলী এলাকা থেকে ছেংগারচর বাজারে আসার জন্য মুসলিম মিয়ার অটোরিক্সা ভাড়া করে। বাজারের কাছাকাছি এসে তিনজন নেমে যায়। এসময় তারা কৌশলে মুসলিম মিয়াকে কলা ও পানি খেতে দেয়। পরে বাজারে পৌঁছে দুই সদস্য তাকে এক হাজার টাকার নোট দিয়ে এক কেজি আঙ্গুর কিনতে বলে। মুসলিম...