ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বহুল প্রতীক্ষিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) বসছে আগামী ২৮ সেপ্টেম্বর। মুম্বাইয়ের বোর্ড সদর দপ্তরে সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হবে এ সভা, যার মূল এজেন্ডা নির্বাচন।বোর্ডের সাধারণ সম্পাদক দেবজিত সাইকিয়ার পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে ভোট হবে ওই দিন। একই সঙ্গে গঠিত হবে বিসিসিআইয়ের এপেক্স কাউন্সিল, আইপিএল ও নারী আইপিএলের গভর্নিং কাউন্সিল। সেখানে বোর্ডের সাধারণ পরিষদ থেকে একজন প্রতিনিধি এবং ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন থেকে দুজন প্রতিনিধি যুক্ত হবেন।প্রথম মেয়াদ শেষ না হওয়ায় সেক্রেটারি সাইকিয়া, কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া (ছত্তিশগড়) এবং যুগ্ম সম্পাদক রোহান গউন্স দেসাই (গোয়া) পদে বহাল থাকার সম্ভাবনা প্রবল। তবে সভাপতি ও সহ-সভাপতি পদ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি রাজীব শুক্লা আলোচনায় আছেন অন্য গুরুত্বপূর্ণ পদে,...