গত সপ্তাহজুড়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে যে কয়টির শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে। এতে সার্বিক বাজার মূলধন বেড়েছে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা। লেনদেনেও গতি বেড়েছে; সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন বেড়েছে ১৩ শতাংশের বেশি। বিদায়ী সপ্তাহ পুরোটা সময় উত্থান–পতনের মধ্যেই কেটেছে ঢাকার শেয়ারবাজার। ৩ কার্যদিবসে সূচক বেড়েছে। সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক ৯৬ পয়েন্টের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৪–এ। লেনদেনেও প্রবৃদ্ধি হয়েছে। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৬ হাজার ৪৯১ কোটি টাকার। আগের সপ্তাহে এই অঙ্ক ছিল ৫ হাজার ৭২৯ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে লেনদেন বেড়েছে প্রায় ৭৬২ কোটি টাকা বা ১৩ দশমিক ৩ শতাংশ। বাজার মূলধনও বেড়েছে। প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ১৮...