বাংলাদেশি সিনেমায় আসছে নতুন চমক! শাকিব খানের আসন্ন ঈদুল ফিতরের ছবি ‘প্রিন্স’-এ ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) হিসেবে যুক্ত হয়েছেন বলিউডের নামী চিত্রগ্রাহক অমিত রায়। যিনি অ্যানিমেল, দেবা, সরকারসহ বহু আলোচিত সিনেমায় তার অসাধারণ ক্যামেরার কাজ দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ‘প্রিন্স’-এ অমিত রায়ের যুক্ত হওয়ার খবর জানিয়ে লিখেছে, ‘প্রিন্স’ এখন কিংবদন্তীর লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা আগে কখনো দেখা যায়নি। কে এই অমিত রায়?হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে জানা যায়, নব্বইয়ের শেষ থেকে ২০০০-এর শুরুর দিকে ভারতীয় কিংবদন্তী নির্মাতা রামগোপাল ভার্মার টিমে যুক্ত হয়ে চিত্রগ্রাহক হিসেবে নিজের যাত্রা শুরু করেন অমিত রায়। ২০০৩ সালে দরনা জরুরি হ্যায় সিনেমার একটি এপিসোডে তিনি এমন এক দৃশ্য নির্মাণ করেন যা মুগ্ধ করেছিল পরিচালক সাজিদ খান ও...