ইউক্রেনের জন্য পশ্চিমা নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটিতে যে কোনো বিদেশি সেনা মোতায়েন করা হলে তারা রুশ বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনেমিক ফোরামের অধিবেশনে পুতিন এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে খবর বার্তা সংস্থা রয়টার্স। ভ্লাদিমির পুতিন বলেন, ‘যদি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির সিদ্ধান্ত হয় তাহলে ইউক্রেনের ভূখণ্ডে তাদের উপস্থিতি অযৌক্তিক।’ বৃহস্পতিবার প্যারিস...