ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। ভিপি (সহসভাপতি) প্রার্থী সাদিক কায়েম বলেন, অনেকগুলো বিষয়ে আমাদের উদ্বেগ আছে, এর মধ্যে নির্বাচন কমিশনের অপেশাদার আচরণ। আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি, নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। তিনি বলেন, প্রথম যেদিন প্রচারণা শুরু হয় সেদিন আমাদের নারী প্রার্থী সাবিকুন্নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছে, দুই সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এ ব্যবস্থাগ্রহণ না করায় পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে। ছাত্রদল প্যানেলের কয়েকজন প্রার্থীর পক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রচারণার অভিযোগ বিষয়ে সাদিক কায়েম বলেন, আমরা...