নেপালের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি ফুটবলের প্রথম ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। কোনো দলই গোলের দেখা পায়নি। তবে শুরুর দিকে বাংলাদেশ একবার জালের দেখা পেলেও অফসাইডের কারণে লিড পায়নি। কর্নার থেকে পাওয়া বলে জালে বল পাঠান ফরোয়ার্ড সুমন রেজা। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম আক্রমণ করে নেপাল, যদিও সেটি দুর্বল ছিল। ম্যাচের প্রথম কর্নার আসে নবম মিনিটে এবং সেটি আদায় করে নেয় বাংলাদেশ। সেই কর্নার থেকে বাংলাদেশের সুমন রেজা বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল হয়নি। এরপর আরও দুটি আক্রমণ করলেও খুব একটা সুবিধা আদায় করতে পারেনি বাংলাদেশ। দীর্ঘদিন পর মাঠে নেমে খোলস ছাড়াতে কিছুটা সময় লেগেছে বাংলাদেশের। সময় গড়ানোর সাথে সাথে রাকিব হোসেন বা সুমন রেজাদের আক্রমণের ধার বাড়তে থাকে। রাইট উইং দিয়ে বেশ ভালো বলের সাপ্লাই দেয়া শুরু করেন...