০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম সেমিফাইনালে নোভাক জকোভিচকে সরাসরি সেটে পরাজিত করে ইউএস ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন কার্লোস আলকারাজ। ব্লকবাস্টার ফাইনালে আগে থেকেই আলকারাজের অপেক্ষায় আছেন বিশ্বের নাম্বার ওয়ান ও বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। স্প্যানিশ দ্বিতীয় বাছাই আলকারাজ সেমিফাইনালে দুই ঘন্টা ২৩ মিনিটের লড়াইয়ে জকোভিচকে ৬-৪, ৭-৬ (৭/৪), ৬-২ গেমে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন। এর মাধ্যমে জকোভিচের রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা আরো বাড়লো। এই সময়ের দুই প্রতিদ্বন্দ্বী সিনার ও আলকারাজের আরো একটি দ্বৈরথ দেখার অপেক্ষায় এখন টেনিস বিশ্ব। কানাডিয়ান ২৫তম বাছাই ফেলিক্স অগার-এলিয়াসিমেকে সেমিফাইনালে ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করে সিনার ফাইনালে উঠেছেন। এ বছর এনিয়ে টানা তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে আলকারাজ-সিনার মুখোমুখি হতে যাচ্ছেন। ইতোমধ্যেই এই দুজনের লড়াই...