গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে মিশর জানিয়েছে, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি কোনোভাবেই স্বেচ্ছায় নয়, বরং তাদের জোর করে সরিয়ে দেওয়া হচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, গাজায় মানুষসৃষ্ট দুর্ভিক্ষ তৈরি করে ফিলিস্তিনিদের তাদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। শনিবার (৬ সেপ্টেম্বর) কায়রোয় এক সংবাদ সম্মেলনে আবদেলাত্তি বলেন, গাজার মানুষকে দুর্ভিক্ষের মুখে ফেলে সরতে বাধ্য করা হচ্ছে। এটিকে স্বেচ্ছায় বাস্তুচ্যুতি বলা একেবারেই অর্থহীন। আবদেলাত্তি জানিয়েছেন, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তিনি বৈঠক করেছেন। বৈঠকে সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নে প্রচেষ্টা জোরদারের বিষয়ে আলোচনা হয়। তিনি জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বিলম্ব ও ব্যর্থতার জন্য একমাত্র দায়ী ইসরায়েল। এদিকে, গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ...