দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেপাল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। একাধিক চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই বিরতিতে গেছে দুই দল। এদিন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার চেষ্টা করে স্বাগতিক নেপাল। ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই আক্রমণে যাওয়ার কার চেষ্টা করে তারা। তবে বক্সের ভেতরে নেপালের শট প্রতিহত করেন তারিক কাজী। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশও। ম্যাচের দশম মিনিটে প্রথম কর্নার কিক পেয়ে যায় বাংলাদেশ। জামালের নেওয়া কর্নার থেকে তপু বর্মনের হেডের পর বল তালুবন্দি করতে ব্যর্থ হন নেপালের গোলরক্ষক। ফিরতি বলে দারুণ এক শট করেন হৃদয়। তবে শেষ মুহূর্তে সুমন রাজার পায়ে হালকা লেগে বল জড়ায় নেপালের জালে। কিন্তু সুমন রেজা অফসাইডে ছিলেন। যে কারণে বাতিল...