এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে লড়াই চালিয়েও জয়শূন্য থেকে গেল বাংলাদেশ। শুক্রবার রাতে ইয়েমেনের বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের ছেলেদের ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। আল আমিন ও মোরছালিনদের গতিময় আক্রমণ প্রতিপক্ষকে একাধিকবার চাপে ফেললেও ফিনিশিংয়ে ঘাটতির কারণে জালের দেখা মিলেনি। ৩২ মিনিটে প্রায় ৪০ গজ দূর থেকে নেওয়া মোরছালিনের শক্তিশালী শট ইয়েমেন গোলরক্ষক কোনোমতে কর্নারের বিনিময়ে ফেরান। এরপর টানা দুটি কর্নার থেকেও গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র অপরিবর্তিত ছিল। তবে ৬৩ মিনিটে আল আমিন ও ফাহামিদুলকে তুলে নেওয়ার পর খেলার গতি হারায় বাংলাদেশ। বদলি খেলোয়াড় রাহুল ও জিসান আক্রমণে কিছুটা প্রাণ আনলেও কার্যকর কোনো শট ছিল না। শেষ দিকে ইয়েমেন একের পর এক আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ম্যাচের...