দেশে ডলারের সংকট না থাকলেও টাকার সংকট আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আসন্ন নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ ও অর্থনীতি নিয়ে সেন্টার ফর এনআরবির আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আহসান এইচ মনসুর বলেন, ‘বর্তমানে টাকার মান বাড়ছে, তাই দেশে ডলারের সংকট না থাকলেও টাকার সংকট আছে।’ অর্থপাচার কমায় দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলেও জানান তিনি। এ সময় গভর্নর আরও জানান, কোনো ব্যাংক লোকসান করলে তার পরিচালকদের লভ্যাংশ এবং কর্মকর্তাদের বোনাস দিতে পারবে না। আহসান এইচ মনসুর জানান, বিগত সময়ে অস্থিতিশীলতার কারণে অর্থনীতি হোঁচট খেয়েছে। তবে এখন তা...