শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে জসনে জুলুস শোভাযাত্রা হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। বর্ণাঢ্য র্যালি হয়েছে সিলেটে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে র্যালি নগরীর সোবহানীঘাট এলাকার থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে ময়মনসমিংহে। দুপুরে মুজাদ্দেদীয়া তরিকত মিশনের উদ্যোগে নগরীর লালকুঠি দরবার শরীফ থেকে র্যালি টিপ্রধান সড়ক প্রদক্ষিণ করে। উৎসবমুখর পরিবেশে ঈদে মিলাদুন্নবী উদযাপন হয়েছে রাজশাহীতে।। সকালে নগরীতে জসনে জুলশে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিনটি ঘিরে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে রংপুরে। এ সময় বিশ্বনবীর জীবন দর্শন...