ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেও হার দেখেছে বাংলাদেশ। ইয়েমেনের কাছে ১-০ গোলে হেরেছে শেখ মোরসালিনের দল। এমন পরাজয় ও মাঠের পারফরম্যান্সে হতাশ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক মোরসালিন। ম্যাচের পর সংবাদমাধ্যমে মোরসালিন বলেছেন, ‘আমরা যেটা করেছি সেটা হতাশার, কারণ আমরা অনেকভাবে চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য ছিল প্রতিটি ম্যাচে জয় তোলা। তবে সেটা হয়নি। প্রকৃতপক্ষে আমরা কিছুটা নই পুরোটা হতাশ। আমরা যেভাবে খেলেছি সেটা ভালো ছিল। তবে একদম শেষ দিকে আমরা গোল হজম করে বসি। আমার মতে একটি হতাশাজনক ফলাফল।’ ‘আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম, আমাদের ফলাফলটা আরও ভালো হতে পারত, সেটা হয়নি। আমাদের সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের লক্ষ্য আসলে এমন ছিল না। আমাদের লক্ষ্য...